সিপিপি বরিশাল জোনের অধননে দশমিনা উপজেলায় সর্বমোট ৬৩ ইউনিট রয়েছে প্রতিটি ইউনিটে ১০ জন পূরুষ ও ৫ জন মহিলা সদস্য রয়েছে সর্বমোট ৬৩ টি ইউনিটে ৯৪৫ জন স্বেচ্ছাসেবক রয়েছে। বৎসরে ৪ মাস দূযোগ কালীন সময়ে এপ্রিল মে ও আক্টোবর নভেম্বর মাসে এরা দূযোগের সময় জনগনকে সচেতনা মূলক কাজ করে থাকেন। দশমিনা উপজেলায় দুইটি গুরম্নত্ব পূর্ন চরে দুইটি ভি এইচ এফ ষ্টেশন রয়েছে।এসব ভিএইচ এফ ষ্টেশন গুলোতে দৈনিক দুইবার উপজেলার সঙ্গে যোগাযোগ করে আবহাওয়ার খবর নিয়ে করে থাকেন।(বিসত্মারিত www.cpp.gov.bd)
আবহাওয়া তথ্য ওয়ারলেসের মাধ্যমে গ্রহন ও ইউনিয়ন/ বিচ্ছিন্ন চরাঞ্চলের ভিএইচ ওয়ারলেস স্টেশনে প্রেরন
সংকেত চলাকালীন প্রশাসন ও সংশ্লিষ্টদের ঘূর্ণিঝড়ের হালনাগাদ তথ্য প্রদান ও সিপিপির সার্বিক প্রস্ত্ততি সম্পর্কে অবহিত করণ।